“তোমাকে ঘিরে থাকা”
….. মোঃ আমানত উল্লাহ আমান।
রচনা কাল
তোমাকে ঘিরে থাকা
তোমার ভাবনার বন্দীশালার উঁচু প্রাচীর
আমার সর্বস্ব দিয়ে তৈরি করা
তোমার নিরাপত্তার রাঙ্গা আবীর।
যাকে দেখ তুমি
তোমার পরাধীনতার দেয়াল
সেটাই তোমার মুক্ত স্বাধীনতা
করোনি হয়তো খেয়াল।
আমার বেষ্টনী ভাঙতে চাওয়া
তুমি দেখো না উম্মত্ত হায়েনাদের ছল
চিনতে পারো না ঘাপটি মেরে থাকা
ভেজা বেড়ালের দল ।
দেখোনি তো মানুষের বেশে
পশুদের জ্বলজ্বল করা লোভী চোখ
হিংস্রতা থেকে বাঁচাতে তোমায়
শক্ত প্রাচীর হয়ে আছে আমার বুক।
ক্লান্তিহীন প্রচেষ্টায় থাকি আমি
তোমাকে দিতে নিরাপত্তার সুখ
তাকে পরাধীনতার বেষ্টনী বুঝে
তুমি খোঁজ বন্দী পাখির দুখ!
Leave a Reply