মুক্তা
রহমান সিদ্দিক
মুক্তা আছে,
ঝলমলে সেই ঝিনুক ঠাসা মুক্তা
নয়তো উহা
কাঁচাকলা, উচ্ছে রাঁধা শুক্তা … !
মুক্তা আছে,
ঝিনুক ঠাসা মুক্তা !
যত্ন করে
শান করেছি ছোট্ট পুকুর ঘাটে
উদাম দখিন,
বাতাস ধরি ছনের ছাওয়া বাটে !
শান করেছি
ছোট্ট পুকুর ঘাটে !
উদয় অস্ত
মন্ত্র জপি স্বর্ণ পাওয়ার আশে
ছুটি আমি
তেপান্তরে ভাগ্য যদি হাসে …!
মন্ত্র জপি
স্বর্ণ পাওয়ার আশে !
লখাই ভাগ্য
ক’জনার হয় বেহুলা পায কজন ?
ক’জন করে
স্তুতি পাঠ ক’জন করে ভজন ?
বলি রে ভাই,
বেহুলা পায় ক’জন ?
নিত্য খুঁজি
স্বর্ণকমল- হয়তো যোজন দূরে !
খুঁজেই নেবো,
পথ যে পাবো- নয়তো আমি কুঁড়ে।
স্বর্ণকমল !
হয়তো যোজন দূরে!
Leave a Reply