তোমাকে ভুলতে গিয়ে
সুব্রত বসু মনি
তোমাকে ভুলতে গিয়ে একঝাঁক বিশৃঙ্খল পাখি আমি,
নীড় নেই ,সুখ নেই ,কোথাও কোনো সান্ত্বনা নেই৷
চারিদিকে এখন নিত্য নতুন শবযাত্রার হাহাকার,
কোথাও মেঘ ,কোথাও রোদ্দুর পৃথিবীর পথে ৷
নিয়নের আলো! সেও যেন একগুচ্ছ গোধূলির কবিতা,
আর মন খারাপের দিন-
ইদানিং কেন জানি শরতের বর্ষার মতো রং বদলায়৷
তোমাকে ভুলতে গিয়ে যাযাবর মেঘ আমি,
ধুলোবালি আর কাঁকরের সমাহার,
বেদুইন এর মতো দিনগুলো কেটে কেটে যায়,
আকাশের উপর নক্ষত্রদের হাতছানি,
পৃথিবীর বুক এক পাষাণ অমাবশ্যার অন্ধকার
ছোট্ট একটা কুটিরের স্বপ্ন-
আকাশ আর সমুদ্রের মতো দেখা হয় রোজ
তবুও শত আলোকবর্ষ দূর।
Leave a Reply