নদীর কথা
“””””””””””””””””””””””””””””””
তোমার দেওয়া ভালোবাসা ভরা চিঠিটা
এখনও
আমার বুক-পকেটে।
রোদে পুড়ে পুড়ে কখন যে শব্দগুলো
শুকনো খড়খড়ে পাতা হয়ে গেছে বুঝতেই পারিনি।
আজ হঠাৎ হাত দিতেই দেখি,
শব্দগুলো ঝুরঝুর করে আঙ্গুল গলিয়ে
ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেলো।
চিঠিটা আবারও বুক-পকেটেই রেখে দ্যাই,
শব্দগলো তুলতে যাবো, অমনি এক কলঙ্কিনী
নদী এসে বয়ে
নিয়ে গেল
আমার আজন্ম-অতীত।
অথচ, খাঁ খাঁ ভরা চিঠিটা
বুক-পকেটে এখনও ভেজানো, নদীর কথা বলছে।
Leave a Reply