মুক্তির শ্লোগান
রাজু আহম্মেদ
গেলোনারে রয়েই গেলো
মুক্তির শ্লোগান,
মুক্তির জন্য অবিরত
আত্ম বলিদান!
পূর্ব পুরুষ থেকেই শ্লোগান
শত শত বছর,
বুকের রক্ত ঢেলে আমরা
শ্লোগানে মুখর!
ফিরিঙ্গিরা ফিরে গেলো
এ বুকের রক্ত গিলে,
রক্ত ঢালা শ্লোগানে
মরছি তিলে-তিলে!
মাতৃভাষার শ্লোগানের সুর
যেই উঠালাম মুখে,
পাক হায়েনার বুলেট বিদ্ধ
হয় এসে এই বুকে!
স্বাধীনতার শ্লোগান দিতেই
হায়েনাদের হানা,
শ্লোগানে শহীদ প্রতিদিনই
শত স্বাধীন মনা!
নয় মাসে এই শ্লোগানে যায়
লক্ষ লক্ষ প্রাণ,
তার পরে যেই পেলাম একটু
স্বাধীনতার ঘ্রাণ!
স্বাধীনতা সব লুটে নেয়
স্বৈরাচারীর হাতে,
শ্লোগান আমার রয়েই গেলো
মুখে দিনেরাতে!
Leave a Reply