. নষ্ট শহর
. ————- শ ম রফিক
অল্প দোষে দোষী হলেও মেনে নিতাম
দোষ করেছো অতি ,
কেবলই দহন দিতে পারো তুমি
এটাই তোমার প্রকৃতি ।
ফসলের মাঠ থেকে তুলে এনেছিলে
বলেছিলে দেবে সুখ ,
ইট পাথরে গড়া তোমার শরীরে
সুখের আশায় বিমুখ ।
নক্ষত্রের আগুনে পুড়েছি কেবল
অহংকারে প্রতিদিন ,
যে আগুনে কভু পতঙ্গ পোড়ে না
মন পোড়ে ধোঁয়াহীন ।
দুধ সাদা কাশবন পুড়ে পুড়ে অঙ্গার
মনে হয় সবই কালো ,
তোমার দেয়া দুঃখ নিয়ে তবু হাসি
এভাবেই দিন ফুরালো ।
পল্লী জননী বারবার ডেকেছে আমায়
ফিরে আয় ওরে মাটির নন্দন ,
ফিরতে দাও নি তুমি নষ্ট অভিসারী
শুনতে পাও নি হৃদয়ের ক্রন্দন ।
নগর যন্ত্রণা আর শঠদের মিছিল
অবিরাম বিক্ষত করেছে সুখের প্রহর ,
দিয়েছো শুধুই প্রবঞ্চনা, দর্পদাহ
নটী নটেশ্বরী তুমি নষ্ট শহর ।
. ——————————–
Leave a Reply