ঈদের দিনে
–সু হে ল ই ব নে ই স হা ক
ভাতের ক্ষুধায় ক’দিন থেকে আছি আমি পড়ে,
দেখবি হঠাৎ অভাগার ন্যায় আমিও গেছি মরে।
অন্নহীন,বস্ত্রহীন কাটে বারো মাসে,
ঈদের দিন খুশির দিন, কীবা যায় আসে !
ভাতের ক্ষুধায় ভীষণ জ্বালা নয়ন ভরা জল,
সেই দুঃখেতে আমার মায়ের ভেজা ছেঁড়া আঁচল।
ঈদের জন্যে নতুন জামা চাইনা কারো কাছে,
পারলে কেউগো দিও আমায় একমুঠো ভাত পাছে।
ঈদের দিনে থাকিসনা কেউ আপনা লয়ে মত্ত,
সকলের তরে আনন্দ ভাগে রয়েছে সুখ কত্ত।
(রচনাকাল : জুন ১২, ২০১৬, টরন্টো, কানাডা)
Leave a Reply