ভাবছি, আরও সাধারণ থাকার অভ্যাস গড়ে তুলবো। সন্তানদের আরও অল্পতে তুষ্ট থাকার পুরোনো গল্পগুলো শোনাবো, জানাবো, নিজেও জানবো।সন্তান কে ভালো কিছু উপলব্ধীতে বাড়তে দিতে হবেই।তা না হলে সুস্হ সমাজ তৈরী সম্ভব নয়!একক ভাবে পরিবারে ভালোবাসা,মায়া, সমঝোতা তৈরী করতে হবে।
পুরো বিশ্বের এক অস্থিরতা আমাদের চারপাশ ঘিরে রেখেছে ।কেমন যেন অস্হির প্রতিযোগীতায় দৌড়াচ্ছি!
যে দৌড়টা আসলে ভেঙে দিচ্ছে সমাজ সংসারকে।
এমতাবস্হায় মানুষকে স্হির হতে হবেই।
যে উপলব্ধীতে , অনুধাবনে সঠিক হতে চায়,
তাঁর তো ভালো কিছু শোনার আশায়,
দেখার আশায় মন অস্হির হয়ে আছে।
সময়ের কাছে শিক্ষা চাই,
অভিজ্ঞতায় নিজেদের ভুলগুলোকে
ঠিক করতে চাই,
একেবারে নির্ভুল না হতে পারি,
কিন্তু ভুল যেন আর না হয়
সে চেষ্টা করতে হবেই।
অনাকাঙ্ক্ষিত কোনও বেদনা আর চাই না। ভালো অনেক কিছুই হচ্ছে সমাজে,
সেদিকে তাকাই, শুধু সমালোচনার ঝড় না তুলে
ভালো দিকগুলোকে নিয়ে আগাই!
দেশ এগিয়ে যাক সময়ের গতিতে।
বিশ্বাস করি ভালো করলে ভালো হয়।
চলো,হিংসা বিবাদ ভুলে যাই।
ভালো হতে শিখি।
আমি শিখলে শিখে যায়
পাশের দশ জন।
শিখে যায় সন্তানরা যা একান্ত কাম্য।
সন্তানের জন্যই তো সব!
একটা পরিবার,একটা সমাজ,
তথা একটা জাতি বেঁচে থাকে
মুঠোর বিশ্বাসে, আশ্বাসে,
ভালোবাসায়।
মিলেমিশে থাকার মধ্যে দূরত্বের অবসান হোক।
সবাই সবার জন্য মায়া মমতায় আবদ্ধ থাকুক।
চলো জেগে ভালো স্বপ্ন দেখি,
ভালো কাজ করি। প্রত্যেকটা ছোট
ছোট ভালো কাজ,প্রতিটি দিনকে করে আরও সুপরিকল্পিত,সুন্দর।
সৎ ভাবে বেঁচে থাকার চেষ্টাই ,
আসলে সময়ের সঠিক মূল্যবোধ।
তাকে বাঁচাতেই নতুন করে প্রতিদিন
চলো বেঁচে ওঠি।
রাতে ভালো ঘুম হোক,
একটা সুন্দর সকালের আশায়।
ফাহমিদানবী💐
Leave a Reply