শুভ জন্মদিন
স্নেহাস্পদ
আজ তোমার জন্মদিন।
তুমি জন্মাবার আগে
আকাশ এত স্বচ্ছ নিল ছিলো কিনা
তা জানা নেই।
মনে হয়
কেউ বুঝি ধুয়ে মুছে
হাজার বুটিকের নিলাম্বরী শাড়িতে
সাজিয়েছে তাকে।
তাইতো এখানে সেখানে
মিটি মিটি চোখের মতো
হাজারো নক্ষত্রের মেলা।
সমুদ্র আবেগে থৈ থৈ করেছে কিনা
তাও জানি না।
সেদিন থেকে তোতা পাখি
কথা বলতে শিখেছে হয়তো।
এ সবই অজানা কৌতুহল।
কেননা কেবলই মনে হয়েছে
সময়কেও সময় দিতে হয়
পূর্ণতা পেতে।
তাইতো এ বিশেষ দিনে
ফুলেরা হেসে খেলে ফুঁটেছে কাননে
পাখিরা শিষ দিয়ে সমস্বরে
জানান দিয়েছে আগমনের।
সূর্য সারা রাত ব্যকুলতায় কাটিয়েছে
কখন আলোর ঝর্ণা ধারায়
অবগাহন করাবে।
এভাবেই জন্ম নিয়েছে
পৃথিবীর নতুন ইতিহাস।
সেই থেকে আজ অব্দি
দক্ষিণা বাতাস বয় আজিকে
পরিরা ঘুঙুর পরে নৃত্য করে শিয়রে
বাঁশের বাঁশি ফিরে পায় তার হারানো সুর
চাঁদ ভাসিয়ে দেয় জ্যোস্নার ফল্গুধারা।
ঝিরিঝিরি ধারায় বৃষ্টিরা ঝরে দিনমান
কদম ফুলের সুবাসে
নবপ্রাণ ফিরে পায় ঝলমলে সজিবতা।
আজ তেরই জানুয়ারী সে মাহেন্দ্রক্ষণ
শুভ জন্মদিন।
আশির্বাদান্তে
মাতা-পিতা।
Leave a Reply