মো: সুমন হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি..
মাঠের উত্তরে একদল খেলোয়াড়। বিপরীত পাশে দাঁড়িয়ে আরেকদল খেলোয়াড়।প্রত্যেকের পরনে শোভা পাচ্ছিলো রং-বেরংয়ের জার্সি। উভয় পক্ষের শুভেচ্ছা বিনিময় শেষে বেঁজে উঠলো রেফারির বাঁশি।শুরু হলো বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল লড়াই।
মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক রিপনের বাড়ির পাশে ধানক্ষেতের মাঠে এভাবেই জমে উঠে প্রীতি ফুটবল উৎসব,মন্ডলপাড়া ইয়াংস্টার ক্লাব এ খেলার আয়োজন করেন। এ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক।
তাদের করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা মাঠ।টানটান উত্তেজনার মাধ্যমে খেলাটি এক শূন্যে গোলে শেষ হয়। খেলা শেষে এক প্রীতিভোজের আয়োজন ছিলো। ঈদ পরবর্তী আনন্দের এক অন্যতম কেন্দ্রবিন্দু ছিলো ফুটবল ম্যাচটি।
বিবাহিত খেলোয়াড় নাজমুল হক বার্তা বাজারকে বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই খেলার আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের মধ্যে কেউই পেশাদার খেলোয়াড় নই, নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে এই খেলা অনুষ্ঠিত হয়।
বিবাহিত দলের নেতৃত্ব দেন তুলাসহ ১১জন। অন্যদিকে অবিবাহিত দলে দেন বিপুসহ ১১ জন। বিবাহিত বনাম অবিবাহিতদের এই খেলায় রেফারি ছিলেন রহিম, সহকারী ছিলেন সজীব ও সাদ্দাম।খেলার ধারাভাষ্যকার ছিলেন আমজাদ।
খেলার অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন,মো:অলিউর রহমান, ১নং ধর্মগড় সভাপতি যুবলীগ, মো:নওসাদ আলী ৪ নং ওয়ার্ড ১ নং ধর্মগড় ইউপি সদস্য, মোছা: উম্মে হানি ১ নং ধর্মগড় ইউপি সদস্য, মো:শাহজাহান আলী ১নং ধর্মগড় ৪ নং ওয়ার্ড সেক্রেটারি, মো:মকলেসুর রহমান প্রফেসর ডিকে কলেজ,মো:সাইদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাণীশংকৈল ঠাকুরগাঁও মো:সোহেল রানা, মো: রাজু আহমেদ, মো:এনামুল হক,মো:মিজানুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মো:আব্দুর রাজ্জাক রিপন।
Leave a Reply