অস্তিত্বহীন
মাফু মৌলবির কবিতা
অস্তিত্বহীন
মাফু মৌলবির কবিতা
নিঃসঙ্গতার নির্জন আঁধারে
ডুবিয়া মরিতে চাই,
ওগো প্রেয়সী, হিয়া গহ্বরে
দেবে কি আমায় ঠাই?
অলোকে বসিয়া হাসিয়া হাসিয়া
মরিয়াও বাঁচিতে চাই,
ওগো বন্ধু, আমাকে বাঁচানোর
তোমার কি দায় নাই?
অসহ্য দহনে জ্বালিয়ে অনল
নিজেকে পোড়াতে চাই,
ওগো প্রিয়তমা! তোমার কাছে
হবে কি দিয়াশলাই?
বাতাসে উড়িয়া ঘুড়িয়া ঘুড়িয়া
ঝরিয়া পড়িতে চাই,
আঁচল পাতিয়া কুড়ায়ে নিও
আমাকে পোড়ানো ছাই।
দেহটা আমি ধরায় ফেলিয়া
যেখানেই চলিয়া যাই,
অস্তিত্বহীন সেদিনের আমি
তোমাতেই খুঁজিবো ঠাঁই।
Leave a Reply