“অজুহাত”
মিথ্যে অজুহাতে সরে গেছো তুমি
বুঝতেই পারিনি তোমার কপটতা
ভালোবাসার কথা বলতে বলতেই হঠাৎ হারিয়ে গেছো অজানা গন্তব্যে।
চাঁদের নিজস্ব কোন আলো নেই সেটা তুমি এতদিন পরে বুঝতে পেরে অকপটে স্বীকারও করেছিলে,
তবু তুমি নীরবে নিভৃতে অজানা কারণে দূরে চলে গেলে
যে মায়ায় তুমি বেঁধে ছিলে আমাকে
সে বাঁধন এত সহজে ছিড়ে যাবে বুঝিনি কখনো
জীবন সুন্দর তুমিই বলেছিলে,
তোমার কথায় আশ্বস্ত হয়ে ভেবেছিলাম পেয়েছি তোমায় বেশ আপন করে
তুমি গেয়েছিলে জীবনের জয়গান
আর আমি খুঁজে নিয়েছিলাম তোমার মাঝেই নবপ্রাণ
হাজারো জঞ্জাল ঝঞ্ঝাট পেরিয়ে
ভালবাসতে শিখেছিলাম তোমারই ছোঁয়ায় বদলাতে চেয়েছিলাম নিজেকে
সেই তুমি কিনা নীরবে নিভৃতে চলে গেলে
তবুও ভালোবাসি শূন্যতাকে
তোমার স্মৃতিচারণ আর মুখনিঃসৃত শব্দমালা আজও আমায় ঘিরে রেখেছে
অবাধ না হোক অন্তত আমার ক্ষত হৃদয়ে তুমি আজও বনফুল।
Leave a Reply