আজকের শিশু আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শিক্ষা তেমনই প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা।
শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল থেকে শুরু করেছি ২০০ স্কুলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মহোদয়ের উপস্থিতিতে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই কার্যক্রম শুরু করা হয়।
ছোট সোনামণিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বই ও জননেত্রীর গত ১৫ বছরে উন্নয়নের চিত্র তুলে ধরি। ছোট সোনামণিদের শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে দেশের ইতিহাস ও দেশের উন্নয়ন সম্পর্কে জানানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
Leave a Reply