মিথ্যা স্বপ্ন
মেরী হাওলাদার
ঘুটঘুটে রাত, জনশূন্য পথ
বাতাস শনশন যেন ভূতপ্রেতের শ্বাস-প্রশ্বাস
আরও আছে নাকি সুরে আলাপন।
হেঁটে চলেছি এই আমি একাকী,
অন্ধকার পথ
চার দিকে ছড়িয়ে আছে
অসংখ্য মৃতদেহ, জীবন্ত লাশ
গন্ধ শুঁকে কুকুর করছে উল্লাস,
লাশে ভরা গলি, বড্ড সুনসান।
ঝাঁকে ঝাঁকে শকুন খুঁটিয়ে খায় ঘিলু
নির্বাক ওরা, মগজ হীন নিরেটের দল,
ঠুকরে দিচ্ছে চোখ তবুও অপোলক দৃষ্টি!
দৃষ্টিহীন পদ্মলোচন!
আমি তুলেছি পাল মনুষ্যত্ব হীন মানুষের সমুদ্রে
ভাসিয়েছি ভেলা বীরের বেশে
ফুটাতে চাই ফুল শ্মশানে
জ্বালতে চাই দীপ অন্ধজনে
দিতে চাই সত্যের সম্ভার কুসংস্কারাচ্ছন্নে
করতে চাই চাষাবাদ মরুপ্রান্তে।
মূর্খের দল! অযথাই দেয় লাফঝাঁপ
মরিচিকার মোহে করে তান্ডব ভয়ংকর,
চিলের পিছে ছুটে ছুটে জীবন শেষ
অমূল্য জীবনের হয় যবনিকাপাত
মিথ্যা আস্ফালনের জয়জয়কার।
Leave a Reply