তুমি ভাবলেই আমি দূর্বল হবোনা।
দূর্বলতা আমার মানুষের প্রতি মায়া এবং মানবিকতার স্বাভাবিক আচরন।
ভালো আচরনে কেউ যদি ভেবে নাও ,
এ তো চুপ করে সহ্য করে, মানেই ,
এ তো ক্লান্ত হয়ে গ্যাছে চক্রান্তকারিদের
অত্যাচারে আর হয়তো পারবেনা !
ভেবেছো তোমাদের মাথা ভাঙতে পারবোনা!?
তবে অবশ্যই তুমি ভুল করছো।
সংগ্রামি মানুষ কখনো কারো কাছে
মাথা নত করেনা ,একমাত্র আল্লাহ ছাড়া।
ক্লান্ত হয়না কোন পরিস্হিতিতে, ভীত হয়না।
মানুষই হিংস্র ,
মানুষই ভালো।
মানুষই অন্যায়ের প্রতি সোচ্চার।
মানুষের জন্যই সব।
তাই তুমি বা তোমরাও প্রস্তুত থাকো,
অন্যায়ের মূল্য দেবার জন্য।
মনে রেখো শাস্তির দিন শুরু হয়ে গ্যাছে।
যে অন্যায় করেই যায় ,ক্ষতিগ্রস্ত করে,
তাঁর জন্য যতটা আমি
চিন্তা করে সচেতন থাকতে চেষ্টা করি,
তার চেয়ে বেশী জানেন আল্লাহতাআলাহ।
সেই অত্যাচারির অন্যায়ের কথা!
আমার কিছুই করতে হবেনা…
তিল পরিমান টুকুও শাস্তি
এই দুনিয়াতেই ভোগ করে যেতে হবে।
কষ্ট লাগে এই ভেবে ,যারা অন্যায় করে
বংশ পরম্পরায় এই অভিশাপের
পাপ বহন করতে হয় তাঁদেরই বংশধরদের!
কারো দীর্ঘশ্বাস, কারো সর্বনাশ।
সবই লিখিত ,কিছু বলতে হবেনা!
দিনশেষে
ভালোর ভালো হয়
মন্দের মন্দ…
Leave a Reply