মধুর প্রতিবেশী।
মোঃ মানিক
ভোর হলে মধুর সুরে মোর।
চোখ বুলিয়ে যাও আমি
নিশ্চুপ হয়ে শুনছি তোমার
কবিতার ঝনঝনি।
টুন টুন করে গেয়ে যাও
মধুর ছন্দ,
ভালোই লাগে যাই হোকনা
তোমার ভালো মন্দ।
ভোর হলেই যদি নাই আসো
মোর মাধবী লতার কোলে
সারা টি দিন কেমনে যে যায় তবু
যায়নি তোমায় ভুলে।
কামিনীর ঢালে বেদেছো নতুন কুটির
বেড়াতে যাব তুমার বাড়ি,
যে দিন পাবো ছুটি,,,
Leave a Reply