হলো না তাহারে জানা
খ ম জাহাঙ্গীর হোসাইন
০২-০৮-২৩ ইং
অনন্তকাল আমি তোমার অপেক্ষায় থাকিব,
জীবনের অগণিত দিন রাত কেটে যাবে হয়তো বা একাকী,
তবুও আমি বকুলের মালা গেঁথে তোমার জন্য রাখিবো!
দিনের শেষে সাজের বেলায় জ্যোৎস্নার আকাশে-তোমাকে খুঁজিবো হয়তবা মেঘের আড়ালে,
সন্ধ্যা সাজে ভরা নদীর ঘাটে সবুজ শ্যামলীতে ঘেরা সবুজ ঘাসের মাঠে,
খুজিবো তোমায় আমি উল্লাসে মাতিয়া উঠিবো তোমার হাত দুটো বাড়ালে!
গভীর নিশিতে হয়তোবা ঝিঝি ডাকা রাতি নিভে যাবে পৃথিবীর সকল বাতি,
আমার পৃথিবীতে আমি জেগে রবো একা হয় যদি দেখা- খুঁজিবো আমার হারানো সাথী!
হিমেল বাতাসে উড়ানো মাথার কেশে কম্পিত দেহে রুগ্নকায় শরীরখানা,চাইবে না শুনিতে শাসন বারণ শুনিবে না সে কাহারো মানা,
আমি অনন্তকাল অপেক্ষা করিব জীবন্ত মরিবো নয়নের কোণে অশ্রু ঝরিবে বুকের পাজরে বয়ে যাবে নদী হয়তোবা কোনদিন হবে না তাহারে জানা!
Leave a Reply