“অভিমান”
আমি সেই অভিমান
যাকে বুঝেনি কেউ
অনুভবই করেনি কেউ যে
হৃদয় এতটা কোমল,
হৃদয় গহীনে চাপা কষ্ট,
এতটা দীর্ঘশ্বাস কেউ বুঝতে চায়নি
বুঝেছিল শুধু সেই ঈশ্বর
কোন কিছুর জন্য আমি ভেঙে পড়ি না
হোক সেটা ছোট কিংবা বড়।
শুধু বুঝেনি ওরা, যারা আমায় ভালোবাসায় বেঁধে রেখেছিল
আমি সেই অভিমান চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকা দীর্ঘশ্বাস,
কিছুটা বুঝতে পেরেছিল তীব্র তাপদাহে ফেটে চৌচির হওয়া দু’ফসলী মাঠ।
বিদগ্ধ অনলে জ্বলছি বহুকাল থেকে
সত্যিই আমাকে বুঝতে পারেনি কেউ।
আমার প্রতি অবহেলা আর অনাচারের বিরুদ্ধে কোথাও প্রতিবাদ হয়নি,
তবে প্রতিবাদ করেছিলো শ্রাবণের মেঘ,
অঝোর ধারায় কালিমা মুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু হয়নি পুরোপুরি।
নিরবে নিভৃতে খেটে খাওয়া আমি সেই অভিমান,
যা বুঝেনি কেউ, ভুল বুঝে গেছে সরে।
Onk valo kobita..