কল্পনা’র সীমানা
—————————————
”বসে থাকা” বসে থাকা নয়,
ভাব’র গতি বহুদুর অন্ত হয়।
দেখা’র দৌড় দেয়ালে অবধি হয়,
চিন্তা সর্বত্র ধায় – অবলিলায়।
স্থান হ’তে স্থানে শরীর মানে
ক্লান্তি, শ্রান্তি, ক্ষান্তি;
কল্পনা চলে যায়, অতি দ্রুততায়,
চোখ-বোজা… শান্তি!
শব্দ আসে কানে, কাছে’র আহবানে,
রয় সীমানা সবার;
ভাব’র যে সুর, গভীর সুমধুর,
নিযুত মাইল পার।
দেহ তোমার রয়, বর্তমান’ই সয়,
হয় কি কালান্তর?
কল্পনা ঘুরে বেড়ায়, অসীম দ্রুততায়,
গত-আজ-ভবি…
পেরোয় দিনান্তর।
Leave a Reply