অযোগ্যা
(Incompetent)
জান্নাতুল নাইম
আমি ছিলাম বিপুল অবহেলায়।
আমি ছিলাম ভালোবাসার চূড়ান্ত জুয়া খেলায়।
আমি ছিলাম ক্ষণিক মোহে।
আমি ছিলাম আক্রোশ, অপমান আর দ্রোহে।
আমি ছিলাম অনেক কিছু, সত্যি কিছুই না,
হয়ত মিথ্যা পুতুলের মতো কিছু-মিছু।
আমি ছিলাম দূরের বাতাসে, শুক্ন মরুর বালির আভাসে।
আমি ছিলাম শরীরের গন্ধে, মৃত হৃৎ কোষের রন্ধ্রে রন্ধ্রে।
আমি ছিলাম মৃত মৃগয়ার ছাই ভষ্মে, অন্তর চিতার অগ্নিদগ্ধে।
আমি ছিলাম প্রতিভা প্রদীপের অন্ধকার তলদেশে।
আমি ছিলাম কবিতায় কৃষ্ণচূড়া রঙে রঙে,
অনেকটা মিথ্যা ভাবের ঢং-এ ঢং-এ।
আমি ছিলাম যত ঘৃণা, রুচিহীন শব্দমালায়।
আমাকে রাখা হতো সংশোধনী তালিকার শীর্ষতলায়।
কখনও রাখা হতো অবোধ শিশুর শান্ত করার দুধভাতে।
ছিলাম হয়ত প্রকান্ড এক করুণা আর দয়ার হাভাতে।
আমি অযোগ্যা, আমার নেই তেমন কিছু প্রজ্ঞার।
ক্ষমা করো হে মহাকর্তা, মহাকবি, মহাযোগ্যা।
Leave a Reply