● গরু হবো
বাছুর থেকে গরুর জীবনে বাঁক নিচ্ছি।
প্রত্যেকটা বাছুরের লক্ষ্য নিরঙ্কুশ গরু হওয়া।
আজীবন দুধের শিশু কেউ থাকে না,
না গাধা
না মানুষ।
গরুর গোয়াল কী
আর তীর্থই কী
ভূঁইবাড়ি থেকে খড়ের গাদা
কিংবা বড়জোর নেপিয়ার বন।
জুম্মা জুম্মায় সাতদিন
না হয় চান্দে চান্দে মাসিকচক্র পর্যন্ত।
নির্মোহ কেউ থাকে না
না পাগল
না শিশু।
প্রেমে রণে রাজনীতি এবং ধর্মে সব বৈধ।
যদিও একটা ভয় ঘাড়ের ওপর
ভর করে সর্বগ্রাসী করে নাকি।
ঘুম কমছে ক্রমশ রাতে
বিকেলে নেপিয়ার বনে চনমনে মনে জাবর কাটি।
বয়ঃসন্ধিকাল পেরুচ্ছি
জাবরকাটি যত ফেনা তারও বেশি
অবয়বে সংস্কার হচ্ছে
প্রত্যেকটা বাছুরের লক্ষ্য নিরঙ্কুশ গরু হওয়া।
Leave a Reply