উজ্জল নক্ষত্র
—রিপন
তোমার চেতনাকে শব্দ দিয়ে
আঘাত দিয়েছি নিষ্ঠুরভাবে!
এটা আচরণবোধের অন্তরায়
এসো সন্ধ্যা আকাশের আভা…
তোমাকে উৎস্বর্গ করতে চাই,
চলো গায়ে মেখে ঘুরে বেড়াই!
আধ-ফাঁকা পথে তোমায় নিয়ে
হাঁটি অনেকক্ষণ দুরে বহুদুরে!
আমরা ঐ নিস্তব্ধ রাতের মতো…
ক্ষীয়মান প্রলাপ বকি যত্রতত্র!
দীর্ঘ পথে হারিয়ে যাই তারপর,
কফির প্রিয় পেয়ালায় আবার!
জীবন পরিমাপ করে ফিরে আসি
অনুরাগ যখন তোমাতেই পেয়েছি!
আগুনের মতো সক্রিয় ওম নিয়ে
সব আলোরা অহোরাত্র জ্বলছে!
যে শুভ্র আচরণ বলিষ্ঠ জেনেছি….
সেটা তো নির্মলতার কারণে হয়নি!
জীবন শূন্যতায় বিবসনা যদি হয়
মুখখানি সামাজিক জলে ডুবে যায়!
আচরণের সঙ্গে মানুষের জটিলতা,
সামাজিক শ্রেনীবিন্যাসের কুটিলতা!
তুমি এক উজ্জল নক্ষত্র সুক্ষ্ম চিন্তায়
তুমি আছো বলে অতীত ছায়াময়তায়
তোমার স্মৃতিরা বর্তমান সুশীলভাবে;
স্মৃতিরা থাকুক নির্মল শুভ্রতায় বেঁচে,
অনাদিকাল এই জীবনের ইতিহাসে॥
—০৫ নভেম্বর, ২০১৯। ঢাকা।
Leave a Reply