বৃন্দাবন
এম.এ জহির খান কিব্রিয়া
“””””‘’’’’’’”””””””””””””'”””””””””””””””””””
ক্ষণিকের ক্ষণে যত তত জ্বালা জ্বলে।
কিশলয়ের মত হাসি ভাবনাতে ভুলে।
আমি কার্টুনিস্ট অভিনীত খ্যাতনামা পুরুষ।
আমি মরমিয় সাধকের মরণও উচ্ছ্বাস।
নিত্য আসা-যাওয়া যাযাবরে বৃন্দাবনে।
আমি ভয় করি না বিশালতার নির্বাসনে।
জীবন রেখার সর্পরাজে ইতি টানা দাড়ি
আমি ভাঙতে পারি তা গড়তেও পারি।
লাভের উপস্বত্বে লাভ ক্ষতিতেও লাভ।
শুধু অসীম অপ্রতুলতায় প্রাপ্তির ছাপ।
নিত্য দিন’ই নূতন শীতিকথনের আশা।
আমি বাঁধিতে নারী বাঁধতে বাসা।
এমন’ই এক দেউলিয়া দূর ভাবনায় ভাসি।
আধো আলোতে কালোতে সবই ভালোবাসি।
চাঁদ রাতের গল্পে মধুচন্দ্রিমায়।
বনু বকে দলে বলাকা রাশি।
হাওয়াতে পাখনা মেলে উড়ে
ফুটে মরু আকাশে অসীম হাসি।
শুধু ভাবনাতে বাঁচি আর গল্পতে বুনি।
মম চিত্তে হৃদয়ও মম কথা খানি।
উজার করিয়া অনুরাগে আজ শহিত।
স্বীকৃতি সুখ-দুঃখ জাদুঘরে রহিত।
গাহি গান মাঝি মাল্লাদের মতন।
উড়ে ভাটিয়ালি বিজয় কেতন।
হৃদয়ের সাহিত্যে সব কয়টা জানালা খোলা।
তাইতো তোমার নিত্য আসা যাওয়া চলা…(সংক্ষিপ্ত)
Leave a Reply