কাফন
উলঙ্গ পুতুলে পুঁজো চাইনি
প্রানপণ নিবেদন করে–
প্রাণময় জীবন প্রাণহীন আমাকে।
বুঝে বা না বুঝে চলে অনন্ত ধারা
লুকিয়ে অট্টহাসি দেই, কত নির্বাধ তাঁরা।
দেহকে সাজিয়ে নিলে নিত্য নতুন উপায় খুঁজে
মাটিতে মিশে যায় তা নিশ্চয়;
আত্মার সাজ করলে না কভু।
তোমার ভাবনায় কি আসে না–
আত্মাকে স্রষ্টার সামনে হাজির করতে কে ভালোবাসে না?
এসেছি নির্দলে, অসহায়, পোশাকহীন হয়ে
কয়েকটা দিনের চড়াই-উতরাই সফর শেষে–
এক টুকরো কাফনের কাপড়ের জন্য কতই না নিস্ফলা যুদ্ধ করলাম।
হায় বদনসিব, কী খোঁজো!
আনসারী চোখ মেলো, চোখ বুঁজো।
সিআইবি, সিআইডি, ঢাকা
১৮-২০/০৫/২০২৪ ইং।
Leave a Reply