আজকাল শুধু প্রতিবাদী সুর কন্ঠে যে চলে আসে
চুপ থাকি তাই প্রতিবাদগুলো উপহাস করে হাসে।
আমি বলি সুর ফিরে যাও ঘরে বায়ুহীন সীমানায়
কন্ঠে আমার মায়া-কন্টক তোমার আসনটায়
মায়ার মায়ায় বন্দী হয়েছি পৃথিবী আঁকড়ে ধরি
তুমি এলে সুর ভয় হয় পাছে অকালেই যদি ঝরি!
কত ফুল দেখি ঝরছে অকালে নব্য রাহুর ঘায়ে
শত প্রাণ দেখি উঠছে সকালে বিপথ আগুন নায়ে।
আগুনের নাও বানায় মিস্ত্রি আমার সামনে বসে
বোবাহীন আমি তবু মুক হই বাটালের মাথা চষে।
আরো দেখি আজ চুনোপুটিদের বুদ্ধি বেড়েছে বেশ
বোয়ালেরা তাই দিক-জ্ঞান ভুলে ছিঁড়ছে দাঁড়ির কেশ।
চোখ দেখে সব মনে কলরব তবু্ও চুপটি থাকি
শত কাঁটা মাঝে গোলাপটি খুঁজে তারই ছবি শুধু আঁকি।
কাঁটার আঘাতে খুন ঝরে কত আঁকি নাতো তার ছবি
প্রতিবাদী সুর আক্ষেপ করে -তুমি নন্দলাল কবি।
অশেষ ধন্যবাদ শিবু