আজম চৌধুরী সিলেট বিভাগের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামের এক সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর পিতামহ মরহুম মৌলানা মুজতবা উদ্দিন চৌধুরী কলিকাতার আলীয়া মাদ্রাসা হতে টাইটেল পাশ করে; সেখানে এবং ঢাকা মুসলিম কলেজ ও বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেন।ইসলামি জ্ঞানে সুপরিচিত একজন দক্ষ আলেম হিসাবে তিনি সম্মানিত ছিলেন।আজম চৌধুরির পিতা মরহুম সুলতান উদ্দিন চৌধুরী রয়েল বৃটিশ আর্মিতে কর্মরত অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা (মায়ানমার) ফ্রন্টে ভারতীয় মেজর কারিআপপার (পরবর্তীতে ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল কারিআপপা) ইউনিটে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেন।আজম চৌধুরী সিলেট সরকারি উচ্চ ইংরেজি পায়লট স্কুল হতে প্রথম বিভাগে এসএসসি (সাইন্স) ও সিলেট সরকারি কলেজ (এমসি কলেজ) থেকে প্রথম বিভাগে এইচএসসি (সাইন্স) পাশ করেন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে বিএ অনার্স সহ এমএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উভয় পরীক্ষায় মেরিট লিস্টে ওনার স্থান ছিল। আজম চৌধুরীর কর্মজীবনের সুচনা হয় বৃটিশ মালিকানাধীন জেমস ফিনলে এন্ড কোম্পানির সিলেটের চা বাগানে।প্রায় পনেরো বছর টি প্লান্টার হিসাবে কাজ করার পর এশিয়ার সর্ববৃহৎ চা বাগান রাজঘাট টি এস্টেটের ডিভিশনাল ম্যানেজার থাকা অবস্থায় ব্যাবসা প্রশাসন ও মানবসম্পদ উন্নয়নের উপর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য জেমস ফিনলের চা বাগানের চাকরি ত্যাগ করে স্টকহলমের সুইডিস ইনস্টিটিউট অফ্ ম্যানেজমেন্টে যোগদান করেন। মানবসম্পদ উন্নয়নের (HRD) উপর আন্তর্জাতিক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন শেষে বাংলাদেশে ফিরে এসে জনাব চৌধুরী প্যান প্যাসিফিক সোঁনারগাও হোটেলের মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসনিক বিভাগের ডাইরেক্টর হিসাবে যোগ দেন।এইচআরডি (HRD) স্পেশালিস্ট জনাব আজম চৌধুরী বাংলাদেশ EPZ এর সর্ববৃহৎ প্রতিষ্ঠান ইয়াংওয়ান, ল্যানী ফ্যাশন এবং পরবর্তীতে ঢাকা আহসানিয়া মিশনে ডাইরেক্টটর এইচ আর ও স্যোসাল মার্কেটিং কোম্পানিতে (SMC) HRD & Administrative Head হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে জনাব আজম চৌধুরী উনার মানবসম্পদ উন্নয়নে নিয়োজিত নিজস্ব প্রতিষ্ঠান FF Human Resources Management কোম্পানির Managing Director & CEO হিসাবে মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছেন । আজম চৌধুরী ও তাঁহার সহধর্মিণী বিলকিস আজম গীতি তাহাদের আমেরিকায় কর্মরত প্রবাসী ছেলে আজিম চৌধুরী BSC ENGE (USA) ও প্রবাসী মেয়ে তাসমিয়া চৌধুরী MBA (USA)এর জনক ও জননী।উভয় সন্তান আজিম ও তাসমিয়ার একজন করে কন্যাসন্তান – আরশিন চৌধুরী ও জাহরিয়া সেলিম এর পিতা ও মাতা।
বইমেলা: ২০২৪
গ্রন্থ:আমার অবসর জীবনের ভাবনা
ধরন:আত্মজীবনী
কবি ও গল্পকার:Azam choudhury
প্রচ্ছদ: আল নোমান
মূল্য: 350
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক: Shibu Chandra Ojha
★মানসম্মত বই প্রকাশ করতে চাইলে আজই যোগাযোগ করুন★
Leave a Reply