মেঠোপথের কথা
মো: গোলাম কিবরিয়া
সহস্র পথিকের পদচিহ্ন পরে রয়
আঁকাবাঁকা সরু মেঠোপথ
যে পথ মিশে আছে অনন্য আত্মার বন্ধনে
যুগের পর যুগ প্রতিটি পল্লীগাঁয়ের বুকে।
সকাল সন্ধা কিবা দিবানিশি
অহরহ পথিকের পদচারণে মমতায় সিক্ত
আঁকাবাঁকা সরু মেঠোপথ।
বর্ষায় কাদাজলে মধুময় পথ
পথের বাঁকেই লুকিয়েছে জীবনের নির্যাস
কত জীবন কত গান পেয়েছে কেবল
আঁকাবাঁকা সরু মেঠোপথ।
পথের ধারে শ্যামল গাছের ছায়ায়
রাখালের ক্লান্ত বাঁশির সুর
শতশত জীবনের অজানা গল্প
মায়ের অশ্রু টলটল চোখ এই যে মায়াবী পদচিহ্ন
সব যেন ঘিরে আছে আজো
আঁকাবাঁকা সরু মেঠোপথ।
কত সবুজ ঘাসের স্নিগ্ধ ছোঁয়া
শরৎ শিশিরে সূর্যের হাসি
সবি তুমি পাবে পল্লীগাঁয়ের
আঁকাবাঁকা সরু মেঠোপথে।
কত কবির কবিতা, শিল্পীর হাতের তুলি
প্রেমিক যুগলের নিশি পদচারণ
মিশে আছে তবু যুগযুগ ধরে
এই আঁকাবাঁকা সরু মেঠোপথে।
১৭/০৮/২০২৩
Leave a Reply