স্বপ্ন জাগে মনে/ নিরঞ্জন রায়
——————–১৫/১২/২০২২
পূর্ণিমা আর অমাবস্যা আসুক যেমন করে
আমি বাউল তোমার পথে সবকিছু যাই ভুলে।
ধ্যানমগ্ন বৃক্ষরাজি অবাক চোখে দেখে
এ কোন পথিক গভীর রাতে ভয়কে জয় করে।
অমাবস্যার নিঝুম রাতি এ কোন ফাঁদ ফেলে
কার সে ছবি আঁকে অন্তর দিনরাত্রি ভুলে।
শুক্লপক্ষের চাঁদের আলো দাগ কাটে না মনে
কোন সে ঘোর ভাসায় তারে সবকিছু যাই ভুলে।
দ্য ভিঞ্চির মোনালিসার রহস্য হাসি ঠোঁটে
কাজ ভুলে সখের বাউল তোমায় খোঁজে পথে।
স্বপ্ন দেখে খাঁচার পাখি স্বপ্ন জাগে মনে
কেমন করে উড়াল দেবে মুক্ত নীলাকাশে।
Leave a Reply