তুমি ফিরে এসো
মোঃ নজরুল ইসলাম
তুমি ফিরে এসো সোনার বাংলায়,
রেসকোর্স ময়দানে দশ ফুট উঁচু মঞ্চের সিঁড়ি বেয়ে
ডানহাতে কালো ফ্রেমের চশমা নিয়ে
সাদা দপদপে সূতির পাঞ্জাবি পড়ে
কালো কোর্ট পড়ে
দশ লক্ষ মানুষের সমাবেশে –
নির্যাতিত,নিষ্পেষিত,লাঞ্ছিত মানুষের জন্য
আঠারো মিনিটে এগারো’শ আট শব্দে রচিত
সাত মার্চের অমর কবিতা খানি হাতে নিয়ে
তোমার বজ্রকন্ঠে আবৃত্তি শুনবো!
তুমি ফিরে এসো সোনার বাংলায়
তোমার রেখে যাওয়া সোনার বাংলা এখন আর
“তলাবিহীন ঝুড়ি”নয়
বাংলাদেশ বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা নিয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উন্নয়নের মহাসড়কে।
তোমার জন্মের শতবর্ষপূর্তিতে নতুন প্রজন্ম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কন্ঠে শুনতে চায়
আকাশ-বাতাস প্রকম্পিত যাদুমন্ত্রের
সেই কবিতার শেষ লাইনটি
“জয়বাংলা”!
তুমি ফিরে এসো রবিঠাকুরের”সোনার বাংলায় “
তুমি ফিরে এসো নজরুলের”বাংলাদেশে”
তুমি ফিরে এসো জীবনান্দ দাসের ” রূপসী বাংলায়”
জতির পিতা তুমি ফিরে এসো,দেখে যাও
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সংগে নিয়ে
যে উত্তাল ঢেউ উপেক্ষা করে ডিঙ্গি নৌকায়
জীবন বাজি রেখে পদ্মা পাড়ি দিয়েছিলে
তার বুক চিড়ে ভেসে উঠেছে
বিশ্বের বিস্ময়,বাঙালি জাতির অহংকার
দখিনের একুশ জেলার স্বপ্নের পদ্মাসেতু!
তোমার পদাঙ্ক অনুসরণ করে
বাংলাদেশের হাল ধরেছে
তোমারই রেখে যাওয়া যোগ্য উত্তরসূরী।
১৪/৬/২২
পদ্মা পাড়াপাড়ের সময় লঞ্চে বসে রচিত।
Leave a Reply