মালবিকা বসু-১৬
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””
আপনি আমার মুখ কিনে নিতে পারবেন।
আপনি আমার চোখ কিনে নিতে পারবেন।
আপনি আমার কান কিনে নিতে পারবেন।
আমার মাথা ও মাথার ঘিলু কিনে নিতে পারবেন।
আপনি জাহাঁপনা।
আমি যো-হুকুম। আপনি মহারাজ। আপনি রাজাধিরাজ।
আপনি সর্বেসর্বা, নিখিল রাজ।
যা বলার, তা বলব না।
যা দেখার, তা দেখব না।
যা শুনার, তা শুনব না।
যা বিবেকের, তা ভাবব না। কোনদিন।
আপনি কিনে নিতে পারেন আমার দুই হাত।
আপনি কিনে নিতে পারেন আমার পা ও পায়ে হাঁটা পথ।
আপনি কিনে নিতে পারেন আমার দাঁড়িয়ে থাকা,
সমস্ত শরীর।
আপনি কিনে নিতে পারেন
দুয়ারে দাঁড়ানো আমার জলপাই গাছ।
আপনার ক্ষমতা আছে কেনার
আমার ভিটেমাটি, গরু-ছাগল, আস্তাবল।
আপনার ক্ষমতা আছে কেনার
আমার প্রিয়ার চোখের লাল চাহনি।
আপনার ক্ষমতা আছে কেনার
তার সুডৌল বুক, তুলতুলে নিতম্ব, প্রিয় চিবুক,
উন্নত গ্রীবা,
গোলাপি ঠোঁট।
আপনার ক্ষমতা আছে কেনার আমাদের
নিঘুম রাত্রি জাগার নিরানব্বইটি দগদগে নীলদাগ।
আপনি কিনতে পারেন রাজপথ।
আপনি কিনতে পারেন ধুলোভরা মাঠ।
আপনি না-চাইলেও কিনতে পারেন মিটিংয়ে বজ্রকণ্ঠ।
আপনি চাইলে
কিনতে পারেন শিশুর দোলনা।
অথচ—
আপনি আমার মন কিনতে পারবেন না।
আপনি আমার আবেগ কিনতে পারবেন না।
আপনি আমার ভালোবাসা কিনতে পারবেন না।
আমার সমস্ত আবেগ, সমস্ত মন
সবটুকু ভালোবাসা– ভেসে ভেসে যাবে মালবিকা বন্যায়।
------------
~নির্মলকুমার রায়
ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।
Leave a Reply