জানি না কার ভুলে,
( রফিকুজ্জামান রফিক )
১১/০৮/০২৩
জানি না কার ভুলে
ভাঙলে তুমি ঘর,
চার বছরের জীবন সাথী
আজকে হলে পর,
আজ থেকে তোমার মুখ
দর্শন করা পাপ,
ভুল ত্রুটি হলে আমায়
করে দিও মাফ,
তোমার সাথে কাটানো
সেই দিন গুলি,
স্মৃতি হয়ে ডাকবে পিছু
সেখানো সব বুলি,
তুমি হয় তো খুব সহজে
আমায় ভুলে গিয়া,
সুখের জীবন গড়তে তুমি
করবে নতুন বিয়া,
আমি হলাম নারী জাতি
হাত পা আমার বাঁধা,
তোদের মত আমি করলে
সমাজ ছুড়বে কাঁদা ।
Leave a Reply