রূপকথা – ৬০
মাহবুব শাহজালাল
০১ আগস্ট ২০২৩
আমায় ভালোবাসলো যে জন
বাসুক যেমন তার খেয়াল,
সমর্পিত পুরোই আমি
প্রাপ্তিতে তাই নাই দেয়াল।
প্রাপ্তিতে সুখ সবাই বলে
দুঃখ আনে বিসর্জন,
ভালোবাসি এটাই জানি
কীসের প্রাপ্তি সমর্পণ ?
নিন্দুকেরা যতই বলুক
কার কী তাতে আসে যায় ?
সত্য প্রেমের সাগর সেঁচে
কয়জনই বা মুক্তো পায় ?
কী পেলাম আর কী-ই বা পাবো
এমন হিসেব করছে যে,
মিথ্যা প্রেমের সওদা নিয়ে
মাঝ দরিয়ায় ডুবছে সে।
নকল প্রেমের সওদা নিয়ে
গড়ছে যারা সালতানাত,
বালির বাঁধে তৈরি মহল
পড়ছে ভেঙে অকস্মাৎ।
হতেই পারে অন্ধ আমি
তবুও তোমার আলো চাই,
তোমার বিশাল প্রেমের বাগে
ঠাঁই যদি তাও একটু পাই।
Leave a Reply