সুবর্ণা ফিরে এলো
সুবর্ণা ফিরে এলো –
দু’চোখে এখনো ঘুমের আয়েশ,
সারা রাত কুহেলিকার ঘরে খুঁজেছে সে চাঁদের আভাস।
আদরে ফুলে উঠা চুম্বনের প্রশংসায় গর্বিত অধরে যেন
অচেনা এক মোয়েনজোদারোর নর্তকীর হাসি!
তীব্র এক গাঁজার ঘ্রাণে স্ফুরিত নাসারন্ধ্র –
এখনো মাতাল ওর চোখের তারায় ফোটা-রাত জাগা স্বপ্ন।
প্রশ্বাসে উঠে নামে পয়ের বাঁধুনী, এইমাত্র মোয়াজ্জিনের
অধীর ডাকে শুনেছে সে অশনী সংকেত।
কাক-কালো চুল সব এলোমেলো,
ক্লান্ত হাতে বিভ্রাট ভাঙানোর তাড়া নেই মোটেও।
আলতা পায়ে আলতো পদে হেটে যায়
যেন এক আনন্দিত নৈসর্গিক নিঝুম কাহিনী।
দ্বিধা নিয়ে গালের টোলে জিজ্ঞাসিনু আবার
‘কার টানে ফিরে এলে?’
উত্তরে বলে – ‘কী দরকার অত শত জানার
আমার দেবতা পেয়েছে তার পাওনা সব,
উসুল করে নিয়ে গেছে কর-ভাতা-সুদ প্রাপ্য সব কিছু।
যদি চাও পুলকের তরে, নিয়ে নাও –
শোধ মেপে সবই পাবে এই পছন্দের দুপুরে’।
(উতসর্গ – সুজান ম্যাদসেন)
ইলুলিসাত, গ্রীনলান্ড
৬ই মে, ২০২৩
Leave a Reply