রঙ দেবে গো
আমায় একটু রঙ দেবেগো মেখে
তাহার গায়ের কৃষ্ণ কালো রঙ
রঙের মাঝে সংগোপনে থাকে যেন
ত্রিভংগ সেই বাঁকা তাহার ঢঙ।
আবির রঙে ঢেকোনা কেউ ক্ষেপে
নষ্ট হওয়া মলিন দেহখানি
থাকলে আবির অকামনার প্রেমে
মন রাঙাতে দিও একটু খানি।
আমায় একটু গান শোনাবে গেয়ে
অষ্টসখীর ব্রজ ভাবের গান
গানের তালে বিহ্বলতায় দোলে যেন
বিশ্ববাসীর তাপিত হওয়া প্রাণ।
খেমটা নাচে ভেঙোনা কেউ তাল
ব্রজরসে ভরা সে গান খানি
পারলে দিও মোহন বাঁশীর সুরে
পাগল করা যাদুকরকে আনি।
একটু আমায় পথ দেখাবে তুমি
অকল্পনার স্বর্গ যেথায় আছে
যেথায় আছে কঠিন বাস্তবতা
গোষ্ঠরাখাল এখন যেথা নাচে।
আমার একটু মন ভুলাবে তুমি
মিথ্যে কোন যজ্ঞি দিয়ে নয়
মানব প্রেমের গভীর সমুন্দরে
দাওনা ফেলে না দিয়ে নির্ভয়।
দোলের অর্ঘ্য – ২
শ্যাম বৈদ্য,
নিউ ইয়র্ক, মার্চ -৯, ২০২৩।
Leave a Reply