জীবন- মৃত্যু
মৃত্যুই আমাদের গন্তব্য। কেউ কখনো এটা থেকে পালাতে পারে না। এবং সেটাই হওয়া উচিত। কারণ মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বড় আবিষ্কার। এটা পরিবর্তনকে ঝেড়ে নতুনের জন্য জায়গা করে দেয়।
আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। একটি জীবন থেকে পুরো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে। আসলে মৃত্যু তো সবার একদিন না একদিন চলে আসবে যেতে হবেই কিন্তু কি রেখে গেলাম সেটাই বড় বিষয়!
পৃথিবীতে আসতে সময় লাগে দশ মাস দশ দিন কিন্তু পৃথিবী থেকে চলে যেতে এর মায়া ত্যাগ করতে মাত্র এক মুহূর্তই যথেষ্ট। আর এই সময়ের মধ্যে আমাদের সাথে পরিচয় হয় হাজারো ভালো-মন্দ মানুষের সাথে। প্রত্যেকটা মানুষের সাথে আমাদের একেকরকম সম্পর্কে আমরা জড়িয়ে যাই। আর এই সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হল বিশ্বাস। বিশ্বাস আর নিঃশ্বাস এর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। সেটা হলো দুটোই চলে গেলে আর কখনো ফিরে আসেনা।
মনির চৌধুরী স্যার এর একটা কথা মাঝে মাঝে খুব মনে পড়ে-মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে ক্ষণে ক্ষণে বদলায়!
এই কথাটা এই যুগের জন্য একদম ঠিক!
আসলে খুব বেশি হলে কতদিন বাঁচবো?
৬০ বছর?
বড়জোর ৭০ না হয় ৭৫ বছর?
খুব লাকি হলে ৮০ পেরুবে?
তারপর কি হবে?
এক বছরে ৩৬৫ দিন হয়, খুব বেশি সময় নিয়ে কিন্তু আমরা কেউই আসেনি!
ঘড়ির কাঁটা টিকটিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। মৃত্যু কিন্তু সন্তর্পণে এগিয়ে আসছে। টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড নিমিষেই শেষ হয়ে যাবে। এত অল্প দিনের জীবনে হিংসা-বিদ্বেষ রাগ অভিমান উস্কানিমূলক কাজকর্ম সম্পত্তি নিয়ে রেষারেষি ঘৃণা কষ্ট মন খারাপী একাকীত্ব এইসব ব্যাপার স্যাপার গুলোতে সময় নষ্ট না করলেই কি নয়?
ছোট্ট একটা জীবন চলে গেলেই তো শেষ আর কখনো ফিরে আসা যাবেনা। তাইতো নিজেকে সময় দিন, প্রতিদিন কিছুটা সময় কোন না কোন পথশিশুর সাথে কাটান তাদের নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখুন , অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগান, ভালো বই পড়ুন , টুপ করে বেরিয়ে পড়ুন চমৎকার কোন জায়গায় রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফিরে সেটা দেখুন, নদীর ঢেউ অনুভব করুন, ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যাতে তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগর দেখুন। স্রষ্টাকে স্মরণ করুন।
পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করুন। শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। আর জীবনকে ভালবাসুন।
দেখবেন জীবন কত সহজ হয়ে যায় কোন দুঃখই দুঃখ মনে হবে না। আর মরে গেলেও তখন আর আফসোস থাকবে না। জীবনটাকে উপভোগ করুন নিজে ভালো থাকুন অন্যকে ভাল রাখুন।
Leave a Reply