দেখেছি বাগানে ফুল ফুটেছে ।
কিন্তু কেনো দেখবো ?
আমি তো কেবল ফুল দেখবো বলে প্রত্যাশা করিনি ?
কলি ধরা থেকে শুরু করে ফোটা পর্যন্ত তার পরিচর্যায় রপ্ত হতে চেয়েছি ।
সকাল – দুপুর জল দিতে চেয়েছি ,
খানিকটা পাতা হলদে হলে তাকে ছেঁটে দিতে চেয়েছি !
কিন্তু তখন তো পুষ্পাকে প্রয়োজন পড়েনি ।
একাই চালিয়ে গেছে দিব্যি ।
………..
ভাগ্যিস ফুল ধরেছে !
না ধরলেই বেশী খুশি হতাম !!
মাসের মাইনে টা যখন পেলাম না তখন ঐ ফুল দিয়ে আমার কি লাভ ?
আমি তো আর খোঁপায় গুঁজবো না ?
এমন তো নয় , যে ফ্রি দিয়ে দিবে !
তাহলে আর ফুটলেই কি , না ফুটলেই কি?
আমার যদি মনেই ধরে তবে কিনে নিবো
মোড়ের দোকান থেকে ।
কিনেই যখন নিতে হবে , তখন আর চিন্তা কিসের ?
কি মোড়ের , কি দিল্লীর – ওতে কি যায় আসবে ?
হায় ! মোর পোড়া কপাল , এখন যে আর কিনতেই মন চাইছে না ।
ঠিক করেছি প্লাস্টিকই গুঁজে নিবো ।
দরকার নেই তাজা ফুলের ,
ওতো পরিচর্যায় ধারধারি না , হুমমমমম !
বেশ হয়েছে !
হয় ফুল বিনে-ই থাকবো , নয়তো প্লাস্টিক গুঁজে নিবো ॥
কথা তবে এটাই রইলো !
দ.জলি ০৩/০৬/২৪
Leave a Reply