নীলিমা
নাসির চৌধুরী
বিস্তীর্ণ নীলিমা
সূর্যের তীক্ষ্ণতায় বিধস্ত।
যন্ত্রণার বিষে বিষাক্ত
গহীন গভীর নীল।
বাতাসে গোলাপের গন্ধ
কি অসহ্য অসহ্য তার রং রূপ
আশপাশ সব ভরে যায়
তারই বিষাক্ত বাষ্পে
হাত পা ছুড়ে অসহায় বোধ
পরিত্রাণ কোথায়
সর্বত্রই শুধু গ্লানি আর গ্লানি।
একমাত্র ভালোবাসার শুভ্র চাদর
কত আর পারে ঢাকিতে
পচা লাশের উৎকট আতর!
ভুঁইফোড় জেগে উঠা স্মৃতির বুভুক্ষ কীট
কিলবিল করে খেতে চায় সমগ্র নীল।
ছবিঽ Internet
প্রকাশিত – পৃষ্ঠা ৪০ – অ-কবির কবিতা
Published – Page 40 – Non-Poet’s
Leave a Reply