চন্দ্রকলা
পারভীন রেজা
মায়ার আঁচলে বাঁধা সকলে
তবুও কোথায় যে ব্যথা
কোন ফুল ধরারও আগে
কাঁটায় সে পথ মোড়া।
চাইলেই হয় না
মায়ার জালবোনা
এ যে শান্ত আবেগে
মনের অজান্তে—
তিলে তিলে জন্মায়
এক বড় বেদনা
সে যে ভীষণ এক অধরা
নয়নের মাঝে থাকে সাথে
তাও সে এক অচেনা
ক্লান্ত পথে হয় না হাটা
পাইনা মায়ার দেখা।
সূত্র মতে সঙ্গে চলে
সমাধান চির অমিলে
কেন যেন মায়ার ফুল
ফুটতেই থাকে রাত শেষের আবেশে।
চন্দ্রকলায় স্নাতও হয় বুঝবে না সহজে।
5/6/2023
24 বেইলী রোড
Leave a Reply