কোথাও কেউ নেই
“””””””””””””””””””””””””””””””””””””
দুঃখ ছুঁতে গিয়েও,
ছুঁতে পারিনি।
সেখানেও আমার পরিচিত কেউ নেই।
এক টুকরো আলোর জন্য ছুটেছি এ-পাড়ায় ও-পাড়ায়;
করেছি সূর্যের সাথে সন্ধি।
নক্ষত্রের খুব কাছে গিয়েও দেখেছি—
কতোটা অন্ধকার এলে তাদের জ্বলতে
ভালোলাগে….
কিন্তু সেখানেও আমার পরিচিত কেউ নেই।
দুঃখকে ছুঁয়ে দিতে পারিনি বলে;
এখন আমাকে—
অবহেলা করে সুখের অসুখ।
অবহেলা করে শোকাগ্নিতে পুড়তে থাকা শূন্যতা।
অবহেলা করে
পাহাড়ের মতো অশ্রু।
অথচ,
কোথাও কেউ নেই—
শুধু অবহেলা! অবহেলা! অন্তিম অবহেলাটুকু ছাড়া!
Leave a Reply