বিধ্বস্ত হৃদয়
হাবিবুর রহমান রুবি
তারিখ
বিধ্বস্ত হৃদয় জ্বলে পুড়ে ক্ষয়
আর কি পোড়াবে নতুন করে ?
ভেঙ্গে গেছে ডানা সেটা তোমার অজানা
তবুও বেঁচে থাকা জীবনের সাথে লড়ে।
আমি ক্লান্ত পথিক হারিয়ে মনের দিক
ঘুরছি পাগল বেশে ,ভাগ্যের নির্মম পরিহাসে ।
বেদনার গুপ্তচর, দেয়নি আমায় অবসর
জনম দুঃখে যাচ্ছি ভেসে নিঃশেষে ।
আজ আহত ক্ষতবিক্ষত যেন অবধারিত,
নেই মুক্তি, শান্তির চুক্তি জীবনে ।
সুভাষিনী অভিমানী, সুখের ফুল কভু ফোটেনি,
জ্বলছি অনবরত ব্যর্থতার আগুনে ।
কষ্টের বিষাক্ত তীরে, গিয়াছি আজ হেরে,
কোথাও খুঁজে পাইনি জীবনের মানে ।
নিদ্রিত হৃদয়, জাগ্রত কি হয়?
ভেসে যায় যদি কভু ভাঙ্গনের ভানে ।
নির্মম নির্যাতন, করেছে রক্ত শোষণ ,
মেরুদন্ড টা ভেঙ্গে গেছে কষ্টাঘাতে।
হোচোঁট খেতে খেতে, বার বার উঠে দাঁড়াতে,
পারিনি আজ অবধি সুখের শিখরে পৌঁছাতে।
কালো এক ইতিহাস, করে শুধু সর্বদাই গ্রাস,
কুড়ে কুড়ে পুড়ে হৃদয় প্রতিক্ষণে।
জ্বলছে নিরবধি, নেই তার সমাধি,
তিলে তিলে যাতনা সয়ে হারিয়ে গেছে অন্য ভুবনে।
Leave a Reply