দুয়ার খুললেই জলময়
দিন যায় , দিন আসে — স্মৃতি নাছোড় ।
তার অলীক ঠোঁটের শব্দের ভোর —
পালকে আজও লেখে সাঁতার বাসনা ।
হাঁসের পুকুর —
দুয়ার খুললেই জলময় ।
জলের উপর কুয়াশা — আমি আরও
একলা হই ।
সকাল গড়িয়ে দুপুর ,
বিকেল সংবাদ আনে সন্ধ্যার — ক্ষয় —
সূর্যহীন আলোর , চেনা রাত্রির গল্প পাণ্ডুর ।
কোথাও হাঁসটিকে আর দেখা যায় না ,
ঝড় এবং ধুলো — শীত মাখা ।
সমস্ত শ্বেত পদ্মও ম্লান — পাপড়ির গর্ভে —
শিশির কাটে আঁচড় !
দিন যায় , দিন আসে — স্মৃতি নাছোড় ।
Leave a Reply