“চিঠি লেখেনা”
মাফরূহা বেগম
……………………………
আমাকে কেউ চিঠি লেখেনা
দিনগুলি কেটে যায় বড় একা একলা ,
তাই বাজেনা মন বীনা ঝংকারে।
কতদিন পথ চেয়ে থাকি একটা চিঠির আশায়
নীলখামে মোড়া, আতরের সুগন্ধি মাখা,
নিপুণ হাতে লেখা,নিখুঁত শব্দের জাল বোনা,
একটী মায়াবী চিঠির।
কিন্তু কেউ চিঠি লেখেনা।
কেউ জানতে চায়না কেমন যাচ্ছে আমার
দিনকাল , জীবনযাপন।
জানি এখন করেনা কেউ চিঠি লেখালিখি,
ভালবাসা হয়ে গেছে বড় মেকি,
ডিজিটাল যুগের কল্যাণে।
তবু ইচ্ছা করে একটা চিঠি পেতে।
প্রেমিকের হৃদয়ের অব্যক্ত কথা ,
সুখ দুঃখের বিনিময়, সারাদিনের কাজের হিসাব, আরো কত কি যেখানে লেখা থাকে ।
অপেক্ষায় থাকি ভালবাসার মোড়কে মোড়া,
নির্ভেজাল ভালবাসায় ভরা
একটা চিঠির আশায়।
হয়তো থাকত তাতে কিছু মিছে স্ততিবাক্য,
গুনগান,কিছু জবাবদিহিতা, কিছু কথার ঝর্নাধারা।
প্রতিদিন, সারাবেলা অপেক্ষায় থাকি
উতকন্ঠা অনুরাগে ভরা একটা অমল চিঠির।
Leave a Reply