পয়লা বৈশাখ
..………………
হেঁটে চলেছে পয়লা বৈশাখ একেলা
হেঁটে চলেছে কাতারে কাতারে ঘরহারা উদ্বাস্তুর মতো,
গান্ধী, যীশুর মতো তার হারিয়ে যাওয়া বাসার খোঁজে।
বাবার লালচে মলাটের পঞ্জিকা তার হাতে,
ভেতরে বাঙালির একটুকরো পুরনো সময়।
পথের দুধারে ফুল ফল আর ফসলেরা
মুখভরা হাসি নিয়ে তাকে জড়িয়ে ধরে
সবুজগাছের গায়ে সতর্ক লক্ষ্মীপেঁচা
মাথা উঁচু করে বৈশাখের হেঁটে যাওয়া দেখে।
আশ্চর্য রোদ্দুর দগ্ধ পথে অনিশ্চয়তার হাতছানি
চার দিকে গলগল করে বেরোচ্ছে ঘৃণার অট্টহাসি
আশায় আশায় বুক বাঁধা পথে বর্ষেনা শান্তির বারি।
বাসা খুজে বেড়াচ্ছে একলা বৈশাখ।
বৈশাখ হাঁটছে আর ভাবছে।
খুঁজছে তার পূর্ণতা, তার প্রায়শ্চিত্ত।
..……………… …..
এপ্রিল ১৪, ২০২৩
Leave a Reply