“মোহ “
সুশান্ত সরকার
তোমার বলায় সৌজন্যতা ছিল
আকুলতা ছিল না কবি,
থমকে গেছে তোমার ভালোবাসা
রচিত হয়েছে বিরহের সংঘাত
আবেগেই এগিয়ে গেছি বেশ।
ভালোবাসা ছিলনা,
ছিল শুধু মোহের মায়াজাল
ছিল না একাগ্রতা মায়াময় ভালোবাসায়
আষ্টেপৃষ্ঠে ছিলনা জড়িয়ে ভাবাবেগ।
ছিল কিছুটা সংশয়,
রূপের মোহে
ক্ষণিকের রঙ্গিন মঞ্চ হয়েছিল কিছুটা শাণিত
পারিনি এনে দিতে পূর্ণতা চেয়েছিলে যত
অপ্রমেয় ছিল তোমার অব্যক্ত ভালোবাসা
ধরা ছোঁয়ার বাইরে ছিল তোমার পদচারণা,
কত কাল ধরে দুটো হাত তোমার হয়নি ছুঁয়ে দেখা
আমার অবসরে তোমার অবহেলায় লাগছে একা
ভীষণ একা!
Leave a Reply