ফুলে ঘ্রাণ নেই।
মাসুম বিল্লাহ।
ফুল দেখেছি ফুল দেখেছি,
ফুল দেখেছি আমি,
ফুল তুলে যে ভুল করেছি,
দুঃখ রাশি রাশি।
ফুল দেখেছি ঐ বাঁগানে,
ফুল তুলেছি আমি।
সেই ফুলে আর সুবাস নেই,
কোন বনে ফুল সুবাস পাই।
একদিন শেষে ফিরেছি ছদ্মবেশে,
ফুল নিয়ে ঐ, নৌকা মাঝি,
সুবাস রাশি রাশি।
তাহা দেখিয়া মুন খুলিয়া,
নদীর তীরে আসি,
চোঁখে দেখি মনের মাঝে ঐ হাঁসি,
নয়ন জলে ভাসি।
নবগঙ্গার তীরে সেথায়,
বসতে ভালোবাসি।
Leave a Reply