জীবনের আরেক নাম
হাবিবুর রহমান রুবি
আমার বাঁচার অবিরত লড়াইয়ের আরেক নাম,
সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের অগ্নি বহিরাগত মুখ।
আমি জলন্ত সিগারেট না নেবানো প্রদীপের শিখা ,
অবিরাম জলন্ত বারুদে জ্বালানো ক্ষতবিক্ষত বুক।
আমি চিতায় চিতায় জ্বলেছি দিবা রাত্রি ওগো সারথী,
তবুও কি হয়নি পোড়ানো জীবন দহনের শেষ?
কবে দেবে মুক্তি শান্তির চুক্তি ওগো প্রেয়সী,
এখনো কি পাওনি তুমি বিবেকের আদালতে নির্দেশ?
আমি বিষাক্ত তীরের আঘাতে মরেছি যন্ত্রণাতে,
বিষে বিষে মিশে গেছে হৃদয় শিরায় উপশিরায়।
চলবে কি অবাহমানকাল কষ্ট নামক স্রোতের ধারা?
আর কতো পোড়াতে হবে আহত জীবন তোমার ইশারায়।
আমি জীবন নামক কারাগারে হৃদয় বিদারক বোবা কান্না ,
আত্মাহুতি দিতে ছিল কি কোন ছলনা?
তবে কেন ভাগ্যের আদালতে সুখ বলে কিছু লিখা হলো না?
নাকি তোমার কলমে কোন কালি ছিলনা?
তুমি দিয়েছ মোরে জীবনের আরেক নাম বেদনা
তবুও তোমার মনে স্বাদ মেটেনা।
বলো তো সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে কাঁদিয়ে
কি ফেলে এ জগতে তুমি সান্ত্বনা?
Leave a Reply