চিরকালের শোভা
শহিদুর রহমান
বর্ষা শেষে শরৎ আসে
আমার বাংলাদেশে
শান্ত শীতল পরশ মাখা
মেঘগুলো যায় ভেসে।
সাদা বকের মেলা বসে
খালে বিলে ঝিলে
শাপলা শালুক তুলছে এখন
পাড়ার ছেলে মিলে।
কাশের বনের ফুলগুলো সব
যাচ্ছে উড়ে উড়ে
শীতল হাওয়ায় ঢেউ খেলে যায়
কোন্ সে অচিনপুরে।
হাসিখুশি কি আনন্দ
এই যে শরৎ কালে
খেয়া তরী দিচ্ছে পাড়ি
যাচ্ছে তালেতালে।
এতো আমার বাংলা মায়ের
চিরকালের শোভা
শরৎ এলেই মন ভরে যায়
শরৎ মনোলোভা।
Leave a Reply