জাতীয় নির্বাচন।
হেলাল হোসেন জোয়ার্দ্দার।
স্বাধীন পতাকা দিলো যে আমায়
কলম হাতে ধরে কঠিন দায়িত্ব পালন এখন করবো কেমন ক
রে?
দেশের শত্রু দেশে থেকে
সহিংসতা করে,
ট্রাক বাস ট্রেনে আগুন
পুড়ে মানুষ মরে!
যখনই আসে বাংলা দেশে জাতীয় নির্বাচন,
বিরোধী দল বিরোধিতায়
মেতে ওঠে তখন!
যাচ্ছে না আর এ দেশ থেকে
হিংসা হানাহানি,
নীতি গেছে নির্বাসনে
নেই আর মানামানি।
ভোটের আগেই ভোটারগণে
করছে নিরিক্ষণ,
সহিংস রাজনীতি চায় না
দেশের জনগণ।
দেশবাসী চায় নাকো আর
দেশের অকল্যাণ,
সহিংসতা করছে ওরা
সারা মাঠ – ময়দান!
স্বাধীন দেশে থাকবে কেনো
সন্ত্রাসী সংগঠন?
এ প্রশ্ন সবার মুখেই
করতে শুনি এখন।
জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ
এ কেমন রাজনীতি,
রাজনীতিটা কেনো হবে
জনমনের ভীতি?
দেশের শান্তি শৃংখলায়
যাঁদের প্রয়োজন,
মহৎ দায়িত্বে গিয়ে তাঁদের
হয় নিষ্ঠুর মরণ।
দেশের কলম সেনা দেশে
রাখে মহা অবদান,
তাঁদের কেনো দিতে হবে
ওদের হাতে জান?
যে আন্দোলন বয়ে আনে
দেশের অকল্যাণ,
শান্তিকামিরা আগেই ওদের
করেছে প্রত্যাখ্যান,
একটি কথাই মুখে মুখে
খৈ ফোঁটে সব্বার,
এবারও চায় আমরা দেশে
হাসিনার সরকার।
উন্নয়নের স্রোতধারা
করেছে দৃশ্যমান,
আমরা কেনো দেবো না তার
মহত্বের িপ্রতিদান?
Leave a Reply