কত কথা কত নাম কত বদনাম
বয়ে চলে অবিরাম এই ধরাধাম।
কতনা জলাঞ্জলি চৈতালি সুখে
স্মৃতির অতলে তলিয়েছে দুঃখে।
কত মুখ কত যুগ হয় না যে দেখা
সুখময় স্মৃতিগুলো অস্পুট রেখা।
প্রীতিময় স্মৃতিগুলো হারিয়ে খুজি
অবসরে ভাবনায় ছেদ পড়ে বুঝি।
কল্পনার আকাশে আকাশের ঘুড়ি
ফিরে যাই কৈশোরে করি ওড়াউড়ি।
চঞ্চল ছেলেবেলা কেটেছে রঙিন
খেলাধুলায় মশগুল মকমলে দিন।
ডাংগুলি ক্রিকেট কানামাছি দৌড়
কাদামাঠে ফুটবল ভেঙ্গে হাড়গোড়
কতরঙে কতো ঢঙে বানিয়েছি ঘুড়ি
কতোদিন কতভাবে কুড়িয়েছি নুড়ি।
আরামে সোনা রোদে রোদ পোহাতে
খড়ের আগুন আঁচে প্রতি প্রভাতে।
শতস্মৃতি শতপ্রীতি উকি দেয় মনে
কাজী হারুন | এমহার্স্ট, নিউইয়র্ক
৮ই মে ২০২৩
Leave a Reply