চিঠির জবাব
আব্দুল মুকিত মুখতার
চিঠি তোমায় কেমনে দে’ব
কোথায় পা’ব বেলি ফুল
ভার্চুয়েলের ফুলগুলো তো
রাঙাবে না তোমার চুল।
তোমার এখন উঠতি দুপুর
আমার পরন্ত বেলা
ডাক পিয়ন ডাকে না ভাই
দূরে ভাসায় ভেলা।
মনে মনে আমিও চিঠির
আশায় বসে থাকি
কেউ লেখে না চিঠি ভাইরে
সবাই দিয়েছে ফাঁকি।
চলে গেছে সবাই দূরে
নিত্য ভালোবেসে
যোগাযোগের সুযোগ নাই
থাকে এমন দেশে।
পুরনো দিনের কথা তুমি
মনে করিয়ে দিলে
স্মৃতিমাখা চিঠিতে যেন
ঋত সুবাস মিলে।
প্রকাশিতব্য ’আগে যদি আসতে’ কাব্যগ্রন্থ থেকে নেয়া। ভালো লাগলে অন্তত কমেন্ট বা লাইক দিলে খুশি হবো।
Leave a Reply